Hot Posts

6/recent/ticker-posts

বদলে গেছি আমি কবিতা

 বদলে গেছি আমি। আজকাল কাঁদতে ইচ্ছে করে খুব, একটু আড়াল পেলেই মনখারাপগুলো যেন ভিড় করে এসে কাঁদতে বলে। কেঁদেও ফেলি। ভালো লাগে বেশ ।


আজকাল তর্কে জড়াই না কথায় কথায়, চুপ করে শুধুই শুনতে ভালো লাগে। কারো উপর রাগ করি না হুটহাট। প্রতিবাদ করার সাহসটা নেই আজ আর। প্রতিকূল পরিস্থিতিতে বিপ্লবের আভিজাত্যটা আর লেগে নেই স্বভাবের দেওয়ালে। সস্তার আবেগ চড়ানো ছিল স্বভাব জুড়ে, তাই হয়তো পলেস্তারা খসে পড়ছে রোজ। আজকাল আর জোর করে হাসতে হয়না। যে ইগো ছিল, সেই ইগোটাও নিজের "ই" কে ছেড়ে "গো" করেছে। কিন্তু এতোটা বদলেও বুঝেছি, বরাবরের মত আজও আমি একা। হয়তো এই একা

কীত্বই পরিণতি ছিল।


তাই এই একাকীত্বটাই আজ খুব প্রিয়।

কষ্টের ছন্দ  






Post a Comment

0 Comments